‘তুরস্ক’
‘তুরস্ক’ ও ‘আলি মিয়াঁ’ এ দুই নাম মুসলমানদের কাছে অনেক তাৎপর্যবহ, অনেক গুরুত্বের। তুরস্কের স্মৃতি বইটাও এ তাৎপর্যবহ তুরস্কের ভ্রমণকাহিনি এবং এর পর্যটক ছিলেন প্রিয় আলি মিয়াঁ আবুল হাসান আলি নদবি রাহিমাহুল্লাহ। তিনি তুরস্ক দেশটাকে ধর্মীয়, সামাজিক, চারিত্রিক, ইলমি ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখার ও পর্যবেক্ষণ করার সাধ্যমতো চেষ্টা করেছেন; প্রশাসনের লোকজন ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার বিশিস্টজনদের সঙ্গে সাক্ষাত করেছেন; বিভিন্ন বিষয়ে নির্ভরযোগ্য লোকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছেন। চোখে দেখা সেসব চিত্র এবং অন্তরে ধারন করা সেসব স্মৃতিচিহ্ন সাদাসিধে ভঙ্গিতে লিপিবদ্ধ করেছেন যেন পাঠকেরা সাঁতার কাটেন সুনীল এই সরোবরে।
Reviews
There are no reviews yet.