মাওলানা সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহ.-এর ফেক্বাহ, ইজতিহাদ, তাক্বলিদ ও নবোদ্ভুত সমস্যাবলির সমাধান যা বিভিন্ন জায়গায় ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোকে একত্রিত করে এই গ্রন্থে প্রকাশ করা হয়েছে। উক্ত লেখাগুলোর মাঝে হযরতের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি অনায়াসে উপলদ্ধি করা যায়।
ইসলামী ফেক্বহার গুরুত্ব, ফুকাহায়ে কেরম ও মুজতাহিদগণের অসামান্য অবদান-ত্যাগ স্বীকার, উপরন্ত সমকালীন সময়ে ফিক্বাহর সুবিশাল ভাণ্ডারের কার্যকর অপকারিতা প্রসঙ্গে অতীব মুল্যবান তথ্য প্রকাশ হয়েছে। উক্ত রচনাবলির অধ্যায়নের মাধ্যমে একথাও জানা যাবে যে, বর্তমান যাপিত সময়ে ফুকাহায়ে কেরাম ও মুফতীদের কী দায়িত্ব? সমকালীন সময়ের চাহিদা পূরণে তারা কীভাবে পূরণ করতে সক্ষম হবেন? ইসলামী শরীয়তের ব্যাখ্যা-বিশ্লেষণ প্রদানের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনে তারা তাদের মেধা ও প্রতিভা কাজে লাগাবেন ?
Reviews
There are no reviews yet.